‘নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে’- প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বক্তব্য সঠিক বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য সঠিক। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। ফখরুল-মওদুদরা এখন ভিডিও কনফারেন্স ও ফেসবুকে কান্নাকাটি করে। এসব কান্নকাটিতে জনগণ ভোট দেবে না। তাদের সঙ্গে জনগণ নেই।’
বুধবার (১৯ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরাহট উপজেলার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
সবার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এসব এলাকায় শতভাগ বিদ্যুৎ সম্পন্ন হয়েছে। আগামীতে ক্ষমতায় এলে কোম্পানীগঞ্জ-কবিরহাট এলাকায় কেউ গৃহহীন থাকবে না।’
নির্বাচনী প্রচারকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান ও কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. একেএম জাফর উল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য আলা বকস টিটু।
Discussion about this post