মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেওয়া পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংগঠন গাওয়াংঝু হিউম্যান রাইটস। সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় ২১০৪ সালে সু চিকে এ পুরস্কার দেয়া হয়েছিল।
বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আয়োজকরা পুরস্কার প্রত্যাহারের ঘোষণা দেয়।
সংবাদমাধ্যমটি আরও জানায়, সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে এটি তুলে নিচ্ছে গাওয়াংঝু হিউম্যান রাইটস।
উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘন করে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর নিন্দা জানিয়ে এর আগেও সু চিকে দেওয়া সম্মানসূচক পদক কেড়ে নিয়েছে গ্লাসগো, এডেনবার্গ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাধীনতা পদক ‘ফ্রিডম অব প্যারিস’ ফিরিয়ে নেয় ফ্রান্স। এছাড়াও একই কারণে কানাডার দেয়া সম্মানজনক নাগরিকত্ব ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া পদক হারান সু চি।
Discussion about this post