রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় হামিদুল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক যুবক।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত যুবকের নাম মোস্তাকিম (২০)।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, মোটরসাইকেল চালিয়ে দুই যুবক আগারগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে হামিদুলের মৃত্যু হয়। আহত অবস্থায় মোস্তাকিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, হামিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
Discussion about this post