নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২) ও তাদের সন্তান অনামিকা, ছেলে অর্পিত। এছাড়া দগ্ধ বর্মণের মা ছায়া রানী (৬০) তার মেয়ে সুমিত্রা, ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), বোন জামাই নারায়ণ চন্দ্র।
দগ্ধ বর্মণ জানান, ভোর সাড়ে ৫টায় মোবাইল ফোনের রিংটোন শব্দ শুনে ঘুম ভেঙে যায়। পরে উঠে বাতি জ্বালাতেই রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে তিনিসহ ঘুমন্ত বাকীরা আগুনে দগ্ধ হয়। পরে সকলের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা বিভাগের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সবাই বদ্ধ ঘরে থাকায় আগুনে তাদের শ্বাসনালি পুড়ে গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
Discussion about this post