অনশনের চতুর্থদিনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থা অবনতি ও মৃত্যু শঙ্কা হওয়া তাকে হাসপাতালে নেয়া হয়েছে । বুধবার সকাল সোয়া ৯ টার দিকে মেডিকেল টিমের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধায়নে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খানের কর্মী-সমর্থকরা হামলা ও চারটি গাড়ি ভাঙচুর করলে তিনি জেলা রিটার্নিং কার্যালের সামনে অবস্থান করে তিন দফা দাবীতে তিনি অামরন অনশন পালন শুরু করেন।
এদিকে এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ ৪ হামলাকারীকে আটক করেছে পুলিশ ।
Discussion about this post