দুই বছর পর আইপিএল নিলামে অংশ নিয়ে আবারও দল পেলেন না বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হয়।
আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিতে ২০ জন বিদেশি খেলোয়াড়ের জায়গা ফাঁকা ছিল। জয়পুরে নিলামে মুশফিকুর রহিমকে নেয়নি কোনও দলই।
এবার আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ অংশ নিয়েছিলেন।
ইংলিশ ওপেনার স্যাম কারেনকে কিংস ইলেভেন ৭.২ কোটি রুপিতে কেনার পর লুক রনকির নাম উঠেছিল নিলামে। তাকে কিনতে কোনও দল আগ্রহ দেখায়নি। এরপরই ঘোষণা হয় মুশফিকের নাম।
কিন্তু উপস্থিত ফ্র্যাঞ্জাইজিগুলোর কেউই মুশফিককে কিনতে আগ্রহ প্রকাশ করেনি।
উল্লেখ্য, ২০১৬ সালেও আইপিএলের নিলামেও অংশ নিয়ে দল পাননি মুশফিক।
Discussion about this post