টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন টাঙ্গাইল প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আসন্ন নির্বাচনে জয়লাভ করলে টাঙ্গাইল সদর-৫ আসন এর জনগনের জন্য যেসকল উন্নয়নমূলক কাজ করবেন তা নিয়ে আলোচনা করেন ছানোয়ার হোসেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
Discussion about this post