সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু। ফিলিস্তিন ও মুসলমানদের নিয়ে কয়েকটি পোস্ট দেওয়ায় ফেসবুক তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
সোমবার (১৭ ডিসেম্বর) বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে এক ফিলিস্তিনির হাতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ায় প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল ইয়ায়ির নেতানিয়াহু।
ওই পোস্টে ২৭ বছর বয়সী ইয়ায়ির লিখেছেন, ‘সব মুসলমানের উচিত ইসরায়েলের মাটি ছেড়ে যাওয়া।’ হামাস, ইরানের শাসকদের নিয়েও আপত্তিকর নানা কথা ছিল তাঁর পোস্টে।
ফেসবুকের প্রদক্ষেপকে ‘পুলিশগিরি’ বলে মন্তব্য করেন ইয়ায়ির নেতানিয়াহু। তবে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
ইয়ায়ির এর আগেও আলোচনায় এসেছিলেন বাবার সমালোচকদের ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দিয়ে। এবার ফেসবুকে নিষিদ্ধ হওয়ার রাগ ঝাড়তে তিনি বেছে নেন টুইটার। এক টুইটে তিনি ফেসবুক কর্তৃপক্ষের এমন আচরণকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন।
নেতানিয়াহুর ছেলে দাবি করেন, তিনি যা লিখেছেন তাতে ফেসবুকের বিধি-বিধান লঙ্ঘিত হয়নি।
Discussion about this post