টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ১৯ ওভারেই অল আউট হয়ে গেছে তারা ১২৯ রানে। ওয়েস্ট উইন্ডিজকে ১৩০ রানের টার্গেট দিল বাংলাদেশ।
ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে একাই লড়াই করলেন টাইগার অধিনায়ক। সকিবের ব্যাটিংয় দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টাইগারদের টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহর রান যথাক্রমে ৫, ৬, ৫, ৫, ১২।
এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে ব্যাট হাতে একাই লড়াই করেছেন সাকিব। তুলে নিয়েছেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি। আউট হওয়ার আগে ৪৩ বলে করেছেন ৬১ রান। দুর্দান্ত এই ইনিংসের পথে মেরেছেন ৮টি চার ও ২টি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন কটরেল। এছাড়া ২টি উইকেট নিয়েছেন কেমো পল।
সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আরিফুল হকের। ১৮ বল খেলে তিনি করেছেন ১৭ রান। এছাড়া মাহমুদউল্লাহই শুধু দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন।
এরই মধ্যে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ২ ওভারে বিনা উইকেটে তাদের সংগ্রহ ৩৫ রান। ব্যাট করছেন এভিন লুইস (৭) ও শাই হোপ (১৯)।
Discussion about this post