আন্তর্জাতিক ডেস্ক : জালিয়াতির আশঙ্কায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরামর্শ খারিজ করেছেন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল এবং প্রতিনিধি পরিষদের শীর্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি নভেম্বরের নির্বাচন স্থগিতের এই পরামর্শ খারিজ করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর এখতিয়ার প্রেসিডেন্টের নেই। কংগ্রেসের দুই কক্ষ অনুমোদন দিলেই নির্বাচন পেছানো সম্ভব।
বৃহস্পতিবার ট্রাম্প করোনার কারণে ‘যথাযথ,সুরক্ষিত ও নিরাপদ’ পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত ভোট পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এক টুইটে তিনি লিখেছিলেন, ‘মানুষ যথাযথ,সুরক্ষিত ও নিরাপদে যাতে ভোট দিতে পারে সেজন্য নির্বাচন পিছিয়ে দিন। ২০২০ সালে ডাকযোগে ভোট ব্যবস্থা (অনুপস্থিতি ভোট নয়, যেটা ভালো) হবে ইতিহাসের সবচেয়ে ত্রুটিযুক্ত ও প্রতারণাপূর্ণ নির্বাচন। এটা যুক্তরাষ্ট্রের জন্য মহাবিব্রতের কারণ হবে।’
ট্রাম্পের পরামর্শের প্রতিক্রিয়ায় সিনেটর ম্যাককনেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এর আগে কখনোই পিছিয়ে দেওয়া হয়নি।
তিনি বলেছেন, ‘যুদ্ধ, মন্দা, গৃহযুদ্ধ- ইতিহাসে কখনোই যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন নির্দিষ্ট সময়ের পরে হয়নি। ৩ নভেম্বর নির্বাচন করতে আবারও আমরা নিশ্চয়ই একটা না একটা উপায় বের করব।’
ম্যাককনেলের কথার প্রতিধ্বনি শোনা গেছে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেতা ম্যাককার্থির কণ্ঠেও।
তিনি বলেছেন, ‘নির্বাচন নির্ধারিত সময়েই হওয়া উঠিত।’
আরেক প্রভাবশালী রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তাকে ‘মোটেও ভালো নয়’ বলে মন্তব্য করেছেন।
Discussion about this post