চাঁদপুরে একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাইনুদ্দিন সর্দার (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৪), তার দুই সন্তান মিথিলা (৫) ও সিয়াম (১)।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
Discussion about this post