টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার নির্বাচনী প্রচার গাড়ী বহরে হামলার অভিযোগ এনে দ্বিতীয় দিনের অনশন পালন করছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
রোববার দুপুরে কালিহাতী উপজেলার সরাতৈল গোহালিয়া বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এতে ৪টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয় এবং বেশ কিছু নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে লতিফ সিদ্দিকী বলেন, তিনি একটি সমাবেশে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। পথে নৌকার সমর্থকরা তার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা চালায়। এতে চারটি গাড়ি ভাংচুর করা হয়। এ সময় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে তিনি দাবী করেন।
তিনি আরও জানান, সুষ্ঠ নির্বাচন হবে, প্রধানমন্ত্রীর এ আশ্বাসে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠ নয়,পরিবেশ ভয়াবহ। যতক্ষন পর্যন্ত এ ঘটনার সুষ্ঠ বিচার না হবে ততক্ষন পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন বলে তিনি জানান।
Discussion about this post