জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক বাদি হয়ে দারুসসালাম থানায় এ মামলা করেন।
রোববার সন্ধ্যায় দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উজ্জামান জানান, শনিবার দিবাগত রাতে এ মামলা হয়। মামলায় ১২ জনের নাম উল্লেখ করেছেন বাদি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ইসলাম, একই থানার ছাত্রলীগের নাবিল খান, স্বেচ্ছাসেবক লীগের বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী সোহেল, দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, স্বেচ্ছাসেবক লীগের জুয়েল, শেখ ফারুক, শাহআলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দফতর সম্পাদক রনি, কর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম। তবে রোববরার পয্ন্ত পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
উল্লেখ্য, শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় এ হামলা হয়।
Discussion about this post