সারা দেশের ন্যায় আজ রবিবার ( ১৬ ডিসেম্বর ) সকালে টাঙ্গাইলের গোপালপুরে ৪৭তম বিজয় দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয় সাথে সাথে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় উৎসব শুরু করা হয়।
কেন্দ্রিয় শহিদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগ গোপালপুর উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করেন এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে গোপালপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ সহ বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষার্থী কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শন করে। এ সময় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত গোপালপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ইউএনও বিকাশ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ২ গোপালপুর ও ভূয়াপুরের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছোট মনির, গোপালপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর কলেজের অধ্যক্ষ আনোয়ার ইসলাম আকন্দ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল সোবাহান তুলা, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হোসেন আলী, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন সহ প্রমুখ।
Discussion about this post