‘কেদারনাথ’ ছবির সাফল্যের পর এবার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে ‘বাঘি ৩’ ছবিতেও দেখা যেতে পারে সারাকে।
প্রথম দু’টি ছবির মতো এই ছবিতেও সারার চরিত্রটি বেশ আকর্ষণীয়। এ নিয়ে সারার সঙ্গে নাকি ছবির পরিচালকের কথা হয়েছে। সারা এখনও কোনও সিদ্ধান্ত জানাননি।
তবে বলিউডের একটি সূত্রের খবর, সারা অফিশিয়ালি জানাননি ঠিকই, কিন্তু তার নাকি ছবিটি করার ইচ্ছা রয়েছে। তবে শুধু এই একটি ছবিই নয়, সারার তালিকায় আরও একটি ছবি রয়েছে। সেটির পরিচালক ইমতিয়াজ আলি।
ইমতিয়াজের সঙ্গে মেয়ে ছবি করছে শুনে উচ্ছ্বসিত বাবা সইফ আলি খান। এই পরিচালকের সঙ্গে ইতিমধ্যেই ‘লাভ আজ কাল’ ছবিতে কাজ করেছেন সাইফ। সারার মা অমৃতা সিংও শুনেছেন ছবির গল্প। তারও নাকি বেশ পছন্দ হয়েছে। ফলে দেরি না করে সারা ছবিটি সই করেই ফেলেছেন। ছবির নাম এখনও ঠিক হয়নি। কিন্তু সারার বিপরীতে কে অভিনয় করবেন, তা ঠিক হয়ে গিয়েছে। তিনি কার্তিক আরিয়ান। এখন প্রি-প্রোডাকশন স্তরে রয়েছে ছবিটি। পরের বছর মুক্তি পাওয়ার কথা।
এছাড়া আশুতোষ গোয়াড়িকরের সঙ্গেও নাকি একটি ছবিতে অভিনয় করার কথা সারার। সেখানে তার বিপরীতে দেখা যাবে অর্জুন কাপুরকে।
‘কেদারনাথ’ ছবি দিয়ে যাত্রা শুরু করেছিলেন সারা আলি খান। তার পরপরই সারার হাতে আসে ‘সিম্বা’ ছবিটি। দু’টি ছবিতেই দুই বড় তারকার বিপরীতে অভিনয় করেন সারা। প্রথম জন সুশান্ত সিং রাজপুত, দ্বিতীয় জন রণবীর সিং।
Discussion about this post