টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকার ৩নং ফতেপুর ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও সহযোগী সংসগঠন সুসংগঠিত হয়ে নির্বাচনী প্রচারনায় সক্রিয় থাকলেও বিএনপি এখনো সংগঠিত হয়ে প্রচারনা শুরু করতে পারেনি।
রবিবার দিনভর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে ঘুরে দুই দলের একাধিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
জানা গেছে, মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ফতেপুর ইউনিয়ন সংখ্যালঘু অধ্যসিত এলাকা হিসেবে পরিচিত।এই ইউনিয়নে মোট ভোটারের শতকরা ৪০ ভাগ সংখ্যালঘু সম্প্রদায়। উভয় দলই এই ভোট পেতে সব নির্বচনে বেশি সক্রিয় থাকেন। সাংগঠনিক তৎপরতা যাদের বেশি তারা এগিয়ে যাবে বলে সাধারণ ভোটারদের ধারনা।
ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের বাসিন্দা চাকুরীজীবি মোজাম্মেল হোসেন, কুর্নী বাজারের সুফিয়া ফার্মেসীর মালিক শফিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ভোট হলে ব্যক্তি ইমেজের কারণে নৌকার প্রার্থী একাব্বর হোসেন এই ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।
ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম শিকদার বলেন আমরা সূসংগঠিত হয়ে প্রচারনায় আছি। শেষ পর্যন্ত এই অবস্থা থাকবে এবং ফলাফল আমাদের অনুকলে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ফতেপুর ইউপি চেয়ারম্যন আব্দুর রউফ বলেন এই ইউনিয়নে বিএনপির প্রচারনা না থাকলেও গোপনে জামাত সংগঠিত হয়ে নির্বাচনে নাশকতার চেষ্টা করছে। আওয়ামী লীগের অবস্থা ভাল বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমির হোসেন লেবু বলেন আমরা এখনো প্রচার কার্য়ক্রম শুরু করতে না পারলেও সুষ্ঠু ভোট হলে এখানে নিরব ভোটে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী হবেন।
তবে সুন্দর রাজনৈতিক সহাবস্থান রয়েছে বলে দুই দলের নেতাকর্মীরাই দাবি করেন।
Discussion about this post