কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলে প্রতিদিনিই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। আর এতে জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। জেলায় নতুন করে আরো ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮৮৩ জনে। নতুন আক্রান্তদরে মধ্যে সদর উপজলোয় ১৪ জন, সখীপুর ৫, মধুপুর ৩, মির্জাপুর ৩ জন, গোপালপুুুর ২, ধনবাড়ি ১ জন, দেলদুয়ার ৩ জন রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় আজ জেলার সিভিল সার্জন অফিস করোনায় আরো ৩ জনের মৃত্যু দেখিয়েছে। এ নিয়ে মোট জেলায় করোনায় ২o জনের মৃত্যু হলো।
শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র বলেন, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়। গত ২৪ ঘণ্টায় আজ আরো ৩ জনের মৃত্যু দেখানো হয়। এ নিয়ে মোট ২o জনের মৃত্যু হয়। এ এদিকে করোনায় সুুুস্থ হয় ৪৭৫ জন, চিকিৎসাধীন রয়েছে ৩৮৮ জন।
সূত্র আরো জানায়, জেলায় এপ্রলি মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে (আজ র্পযন্ত) ২৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিকি করোনায় আক্রান্তরে সংখ্যা বাড়ছে।
Discussion about this post