মহান বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট এর আয়োজন করা হয়।
রবিবার দিনব্যাপী স্থলবর্ষা যুব সমাজের উদ্যোগে স্থলবর্ষা ঈদগাহ্ মাঠ প্রাঙ্গনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ মেডিকেল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন দেউলি ইউনিয়নের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম খলিল।
সমাজ সেবক লায়ন মো. ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক মো. জাহাঙ্গীর আলম।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন মুখ ও দন্ত চিকিৎসা প্রযুক্তিবীদ জাহিদ হাসান রানা ও জয়নাল আবেদিন এবং ব্লাড গ্রুপিং টেস্ট করেন মো. রুবেল আহমেদ।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদানসহ ফ্রি মেডিসিন বিতরণ করা হয়।
Discussion about this post