জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কয়েকদিন আগে চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন। শোনা যাচ্ছে, এবার নিজের বিয়ের পরিকল্পনা করছেন হাসি তো ফাসি অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রেমিক চরিত দেশাইকে বিয়ের পরিকল্পনা করছেন পরিণীতি। খুব শিগগির তাদের বিয়ে হবে। ২০১৬ সালে ড্রিম ট্যুরে গিয়ে চরিতের সঙ্গে পরিণীতির পরিচয়। এরপরই তাদের মধ্যে প্রেম হয়।
এছাড়া নিক জোনাস ও প্রিয়ঙ্কার বিয়েতেও উপস্থিত ছিলেন চরিত। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা একটি ছবিও পোস্ট করেন সেখানে পরিণীতির সঙ্গে চরিতকে পোজ দিতেও দেখা গেছে। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।’
করন জোহরের ধর্মা প্রোডাকশনের হয়ে কাজ করেন চরিত। হৃতিক রোশান অভিনীত অগ্নিপথ সিনেমায় করন মালহোত্রার এবং রান সিনেমায় রাম গোপাল ভার্মার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি আমাল মালিকের ‘ঘার সে নিকাল তে হি’, নেহা কাক্কর-হিমাংস কোহলির ‘ওহ হামসাফার’ এবং অখিল সাজদেবার ‘গাল সুন’ মিউজিক ভিডিও পরিচালনা করেছেন।
পরিণীতির পরবর্তী সিনেমা জবরিয়া জোড়ি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। এছাড়া অর্জুন কাপুরের বিপরীতে সন্দীপ অউর পিংকি ফারার ও অক্ষয় কুমারের সঙ্গে কেসারি সিনেমায় এ অভিনেত্রীকে দেখা যাবে।
Discussion about this post