জনসভা থেকে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে।
সূত্র মতে, ওসির গুলিতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে।
এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী।
প্রসঙ্গত, নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসন থেকে ২০০৮ সালে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন মাহবুব উদ্দিন খোকন। বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিবের পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
Discussion about this post