একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতরে কক্ষ থেকে কোনও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার (লাইভ) করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
সিইসি বলেন, ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতর কক্ষ থেকে সাংবাদিকেরা ছবি তুলতে পারবেন; কিন্তু লাইভ করা যাবে না।
ভোট কক্ষের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলেও এসময় জানান সিইসি নূরুল হুদা।
Discussion about this post