টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ব্রাদার্স আয়োজিত পিয়াস স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট, দোয়া মাহফিল ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধুবড়িয়া ব্রার্দাসের সার্বিক সহযোগীতায় প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মোঃ ওয়ারিফুল ইসলাম পিয়াসের বিদেহী আত্মার জন্য কোরআন থেকে তেলওয়াত করে দোয়া চেয়ে তার কর্মজীবন ও ক্রিকেট প্রেমের স্মৃতিচারণ করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রীতি ক্রিকেট খেলাটির শুভ উদ্ধোধন করেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর ও ধুবড়িয়া ক্রিকেট প্রেমিসহ নাগরপুর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ধুবড়িয়া ব্রাদার্সের ইয়ামিন, শুভ্র, নাদিম, সোহাগ ও সুমন প্রমুখ । খেলায় অংশ নেয় নাগরপুর একাদশ ও ধুবড়িয়া একাদশ। ।প্রীতি ক্রিকেট খেলায় ধুবড়িয়া একাদশকে নাগরপুর একাদশ ৫ উইকেটে পরাজিত করে।
Discussion about this post