আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষে সরিষাজানী, পূগলী, কয়ামারা ও মোল্লা পাচুরিয়া গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আহসানুল ইসলাম টিটু গয়হাটা এক ওয়াজ মাহফিল শেষে সরিষাজানী ইসলামাবাদ আলিম মাদ্রাসা সংলগ্ন পূগলী উত্তর পাড়া জামে-মসজিদ প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ মো. কোহিনুরের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, গয়হাটা ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান আসকর, সমাজ সেবক মো. সিরাজুল ইসলাম, মো. ছুরমান প্রমূখ।
গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অবসর প্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুর রউফ, অবসার প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল লতিফ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম বাদশা, মো. ছানোয়ার হোসেন, আব্দুস ছালাম, ইউপি সদস্য মো. আব্দুল হাকিম, তরুন সমাজ সেবক মো. রফিকুল ইসলাম, মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে দলমতনির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আহসানুল ইসলাম টিটুকে নির্বাচিত করার অঙ্গিকার করেন।
আহসানুল ইসলাম টিটু এলাকাবাসীর উদ্যোশে বলেন, আপনারা মাত্র কয়েক দিন পরিশ্রম করে ভোট দিয়ে বিজয়ী করবেন, আর আমি পাঁচ বছর আপনাদের সেবা করে যাবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়নসহ এলাকার সকল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
আহসানুল ইসলাম বলেন আমার বাড়ী গয়হাটা আপনারা আমার নিকটতম প্রতিবেশী তাই আপনারা কয়েক দিন কষ্ট করে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন। আর আমি পাঁচ বছর আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।
Discussion about this post