চাঁপাইনবাবগঞ্জে পুলিশে অবসরপ্রাপ্ত ৫৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ।
এ উপলক্ষে শনিবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে পুলিশে মুক্তিযোদ্ধা হিসেবে কর্মরত এবং অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খান, সহকারি পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, আব্দুল হাকিম প্রমুখ।
শেষে সংবর্ধিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উপহার প্রদান করা হয়।
Discussion about this post