অর্থনীতি ডেস্ক : চীনের বাজারে বাংলাদেশ পণ্যে যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পেয়েছে, তা ২০২৪ সাল পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।
শুক্রবার ১৯ জুন এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশ চীনের বাজারে যে সুবিধা পেয়েছে, সেটি এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতার পণ্যের শুল্কমুক্ত সুবিধা থেকেও বেশি।
বাংলাদেশ এরইমধ্যে চীন থেকে এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতায় ৩০৯৫ পণ্যের শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে। সেই সুবিধার বাইরে নতুন করে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে ৫১৬১টি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়। ফলে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে ৮২৫৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলো।
স্বল্পোন্নত দেশ হিসাবে বাংলাদেশকে এ সুবিধা দেওয়া হচ্ছে। চলতি বছরের ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর হবে।
Discussion about this post