জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা, গণসংযোগ ও পথসভা করছেন। শুক্রবার সকাল তিনি বাসাইল-সখীপুর আসনের প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের কবর জিয়ার ও তাঁর মায়ের দোয়া নিয়ে দিনব্যাপী বাসাইল-সখীপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।
প্রচারণায় কাজী আশরাফ সিদ্দিকী ধর্মীয় মূল্যবোধের গুরুত্বরোপ, নিরক্ষতা ও বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস, মাদক, এবং সামাজিক কর্মকান্ড প্রতিরোধ, নারী-পুরুষসহ সকলের নিরাপত্তা নিশ্চিত, সুশাসন, এলাকার সুষম উন্নয়নের জন্য তিনি জাতীয় পার্টির লাঙ্গলে ভোট চান। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর সভাপতি আয়নাল সিকদার, সহ-সভাপতি ওমর সিকদার, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, পৌর যুব সংহতির সভাপতি ছানোয়ার হোসেনসহ স্থানীয় নেতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post