ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে কুয়াশা হোটেলের কাছে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে দ্রুতগামী বাসের চাপায় রাবেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের চিংগু মৃধার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধা রাস্তা পাড় হওয়ার সময় বেপরোয়া গতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব- ১৫-২৬৮৩) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে গোড়াই হাইওয়ে থানা পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার পরই গোড়াই এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়। বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post