আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক শক্তির ধারক হচ্ছে বিএনপি। বিজয়ের মাসে এই সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করে দেশবাসী নৌকার বিজয় নিশ্চিত করবে।
শুক্রবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, “আমরা বিশ্বাস করি-আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দেবে। স্বাধীনতার আদর্শের পক্ষে রায় দেবে। অসাম্প্রদায়িক চেতনার পক্ষে রায় দেবে।”
তিনি বলেন, বাংলাদেশ আজ বিভক্ত। একদিকে সাম্প্রদায়িক ধারা, যার নেতৃত্ব দিচ্ছে বিএনপি। আরেকদিকে অসাম্প্রাদায়িক, মানবতাবাদী চেতনার ধারা, যেই ধারার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও দেশরত্ন শেখ হাসিনা।
Discussion about this post