কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউছুফ জালাল বাহাদুর (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।
শুক্রবার ভোর রাতে উপজেলা সদর ইউনিয়নের মৌলভী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ছোট হাবিব পাড়ার খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যরা হলেন- এসআই শরীফুল ইসলাম, এএসআই ফারুক জামান, কনেস্টবল রুবেল, মহিউদ্দীন, ইব্রাহিম।
পুলিশ জানায়, নিহত ইউসুফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১২টি মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ বলেন, ‘শীর্ষ মাদক ব্যবসায়ী ইউছুফ জালাল বাহাদুরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার ভোরে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। ছোট হাবিব পাড়ায় পৌঁছালে বাহাদুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলিবর্ষণ করলে বাহাদুরের সহযোগিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বাহাদুরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজারে রেফার করে। কক্সবাজার নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১০টি দেশীয় বন্দুক, ২৪ রাউন্ড গুলি ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Discussion about this post