ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শুক্রবার বিকালে সতন্ত্র এমপি নিক্সন চৌধুরী ও তার সমর্থকরা ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের নৌকার ক্যাম্প ভাংচুর করে এবং নৌকার সমর্থক সাবেক এমপি লুৎফর রহমান ভুইয়ার (কালা ফারুকের) ভাই টিপু ভুইয়াকে মারধর করে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। সকলকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নৌাকার সমর্থকরা সন্ধায় ফরিদপুর-বরিশাল ও ঢাকা- খুলনা মহা-সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে ও সড়কে বিক্ষোভ করতে থাকে। আ’লীগের দাবী নৌকার সমর্থক টিুপু ভুইয়াকে গুলি করার প্রতিবাদে নিক্সন চৌধুরীকে আটক না করা পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষনা দেন নৌকার সমর্থকরা।
জানাযায়,সতন্ত্র এমপি নিক্সন চৌধুরী তার সমর্থক খাইরদিয়া গ্রামের বাকী খলিফার মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিল। খামিনারবাগ গ্রামের নৌকার ক্যাম্পের নিকট আসলে তখন নৌাকার সমর্থকরা মিছিল দেয়ায় নিক্সণ চৌধুরীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় নৌকার সমর্থক টিপু ভুইয়া গুলি বিদ্ধ হয়।
নিক্সন চৌধুরী স্থান ত্যাগ করার পর তার সমর্থকরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহিনের বাড়ীতে হামলা চালায় এ সময় বর শেখ নুর আলম(২৮) গুরুতর আহত হয়।
এ বিষয়ে জামাল আব্দুল বারী (টিপু ভুইয়া) বলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাহিনুর এর ভাইয়ের বিয়ের দাওয়াত খেয়ে নৌকার ক্যাম্পে বসা ছিলাম। এ সময় সতন্ত্র এমপি নিক্সন চৌধুরী এসে নিজেই গাড়ী থেকে নেমে আমাকে মারধর ও গুলি করে এবং আমার গাড়ী ভাংচুর চালায়।
এ দিকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি বলেন,সতন্ত্র এমপি আমাদের সমর্থককে গুলি করায় আমরা দ্রুত বিচারে মামলা করব এবং তার প্রার্থীতা বাতিলের দাবী জানাবো যদি প্রশাসন দাবী না মানে তাহলে আমরা তিন উপজেলা নিয়ে লাগাতার অবরোধ দিবো।
Discussion about this post