কারকনিউজচ ডেস্ক : রাজশাহী মহানগরীতে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা প্রশাসক হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, মহানগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যানবাহন চলাচল কিছুটা সীমিত করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী- সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা ভেঙে এসময়ে সড়কে কেউ যানবাহন নামালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
এদিকে মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালকদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছেন মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর।
বৃহস্পতিবার ১১ জুন দুপুরে তিনি তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানান।
Discussion about this post