আন্তর্জাতিক ডেস্ক : চীনের মূল ভূখণ্ডে বুধবার আরও ১১ জনের নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার একই দিনে নতুন করে আরও চারজন উপসর্গহীন রোগী পাওয়ার খবর জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)।
কমিশন নিশ্চিত করেছে, নতুন আক্রান্তের সবাই বিদেশ থেকে এসেছেন। আগের দিন ৩ জনের কোভিড-১৯ ধরা পড়েছিল এবং উপসর্গহীন রোগী শনাক্ত হয়েছিল ৫ জন।
সরকারি হিসাবে এখনও চীনে ৬২ জন চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণ রুখতে ১৩০ জনকে পর্যবেক্ষণে কিংবা আইসোলেশনে রাখা হয়েছে, যাদের মধ্যে অসুস্থতার লক্ষণ রয়েছে কিংবা যারা উপসর্গহীন রোগী।
যাদের করোনার উপসর্গ বা লক্ষণ নেই, কিন্তু আক্রান্ত তাদের নিশ্চিত কোভিড-১৯ রোগী হিসেবে ধরছে না চীন।
এ পর্যন্ত চীনে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৮৩ হাজার ৫৭ জন এবং মৃতের সংখ্যা আগের মতোই ৪ হাজার ৬৩৪ জন।
Discussion about this post