আন্তর্জাতিক ডেস্ক : বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে দেশটির সরকারের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রেসিডেন্ট।
সরকারি বিবৃতিতে জানানো হয়, শনিবার একটি ভলিবল খেলার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট। ওই রাতে প্রেসিডেন্ট অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার তার অবস্থার উন্নতি হয়। তবে হঠাৎ করে সোমবার সকালে তার অবস্থার অবনতি হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, এনকুরুনজিজার মৃত্যুর কারণ নিয়ে কল্পনা-জল্পনা বাড়ছে। অসমর্থিত সূত্রের খবর ১০ দিন করোনায় সংক্রমিত হওয়ার পর এনকুরুনজিজার স্ত্রী নাইরোবি চলে গেছেন।
করোনার বিস্তার রোধে এনকুরুনজিজা বুরুন্ডিতে নিষেধাজ্ঞা বা লকডাউন ঘোষণার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি এই সময়ের মধ্যেও খেলাধুলা ও রাজনৈতিক জমায়েতের অনুমতি দিয়েছিলেন।
Discussion about this post