কারকনিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নে কথিত করোনা মুক্তির তাবিজ প্রদানকারী বৈদ্য বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার ১০ জুন বিকেলে কদমতলী ইউনিয়নের খন্ডলপাড়া গ্রামে জনৈক আজিজুল হক আজি বৈদ্য বাড়িতে এই অভিযান পরিচালনা করে রাঙ্গুনিয়া থানা পুলিশ। তবে অভিযানে কথিত এই বৈদ্যকে আটক করা সম্ভব হয়নি।
রাঙ্গুনিয়া থানার এস আই মোহাম্মদ ইসমাইল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, চলমান করোনা পরিস্থিতিতে কথিত কয়েকজন বৈদ্যের বিরুদ্ধে করোনা থেকে মুক্তির নামে তাবিজ দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেয়ে কদমতলী আজি বৈদ্যের বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বৈদ্য পালিয়ে যায়।
প্রসঙ্গত, রাঙ্গুনিয়ার কদমতলী ইউনিয়নে ১০ থেকে ১৫ জন ঝাড়ফুঁক বৈদ্য ও হুজুর করোনা মুক্তির তাবিজ দিয়ে বা ঝাড়ফুঁক করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী।
Discussion about this post