কারকনিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বড় অঙ্কের জরিমানার বিধান জারি করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে উপজেলাবাসীকে৷ হতে পারে ৬ মাসের কারাদণ্ডও।
মঙ্গলবার ৯ জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামছুন নাহার স্বপ্না স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘরের বাইরে বা যে কোনো প্রতিষ্ঠানে অবস্থানরত ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরতে হবে। অন্যথায় সর্ব্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা ৬ মাসের জেল হতে পারে। ওষুধের দোকান ব্যতীত সব দোকান বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৪টার পর দোকান খোলা পাওয়া গেলে সাজা ভোগ করতে হবে।
Discussion about this post