কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিন আওয়ামীলীগের সভাপতি ছোহরাব আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর আযয়োজনে উপজেলার কস্তরিপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হামলায় আহত ইউপি চেয়ারম্যানের বড় ভাই আহাম্মদ আলী, তার ছেলে মাসুদ রানা, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আরিফুল ইসলাম লিটন, কায়েম উদ্দিন, এলাকাবাসীর পক্ষে আব্দুস সাত্তার ও আব্দুর রশিদ প্রমূখ।
উল্লেখ, গত শনিবার (৬ জুন) রাতে কস্তরিপাড়া বাজারে একটি গ্রাম্য সালিশী বৈঠকে দুটি পক্ষের মধ্যে তর্ক- বিতর্কের একপর্যায়ে বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Discussion about this post