ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। এছাড়াও জাতীয় দলের পেসার রুবেল হোসেনও নিজের জায়গা থেকে মানুষের জন্য করে যাচ্ছেন নিজের সর্বোচ্চ। এবার সে ধারাবাহিকতায় গর্ভবতী মায়েদের পাশে দাঁড়িয়েছেন টাইগার এই দুই ক্রিকেটার। তাদের এই সাহায্য রংপুরের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রংপুরের ২২ বছর বয়সী নারী ক্রিকেটার আরিফা জাহান বিথি।
রংপুরের নারী ক্রিকেটার বিথি করোনার শুরু থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এরই মাঝে একদিন এক গর্ভবতী মায়ের ফোন আসে তাঁর কাছে। তখন এই নারী ক্রিকেটার জানতে পারেন, ভবিষ্যত মায়েদের দুঃখ-দুর্দশার কথা। আর তাই সম্প্রতি গর্ভবতী মায়েদের নিয়েও কাজ শুরু করেন বিথি। আর তাঁর এই কাজকে আরও সহজ করার জন্য টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম গর্ভবতী মায়েদের জন্য উপহার পাঠান বিথির কাছে। রুবেলও অর্থ দিয়ে এই নারী ক্রিকেটারের কাজকে এগিয়ে নিতে সাহায্য করছেন। আর এই তথ্য নিশ্চিত করেন বিথি নিজেই।
তিনি বলেন, ‘একজন গর্ভবতী মা আমাকে একদিন ফোন করে জানান, কাজে যেতে পারছেন না তিনি। অনেক কষ্টে আছেন। তখন বড় বোনের সঙ্গে পরামর্শ করে তাদের জন্য কাজ করা শুরু করি। ফেসবুকে এই কাজের বিষয়ে জানাই। তখন অনেক সাড়া পাই। ইতিমধ্যে তামিম ভাই আমাকে সাহায্য করেছেন। আরও করবেন বলেছেন। রুবেল ভাইও সাহায্য করেছেন অনেক। রোজার সময়ও উনি আমাকে সাহায্য করেছিলেন। পুরো রংপুর বিভাগেই আমি কাজ করে যাচ্ছি।’
তামিম এর আগে করোনার এই বিপর্যয়ের পর থেকে নিজের বেতনের অর্ধেক দেওয়ার পাশাপাশি, ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর সঙ্গে ত্রান বিতরণের কাজে অংশ হয়েছেন। দেশজুড়ে প্রায় ৯২ জন অ্যাথলেটকে সাহায্য করেছেন। দলের টিম বয় এবং ম্যাসাজম্যানদের সাহায্যার্থে অনুদান দিয়েছেন। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও সুপেয় খাবার পানির ব্যবস্থা করে দিয়েছেন সব সতীর্থদের সঙ্গে নিয়ে। চট্টগ্রামের ৫০ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা করেছেন।
একইভাবে রুবেলও নিজ জেলা বাগেরহাটে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ঈদে মানুষের মুখে হাসি ফোটাতে প্রীতি উপহার দিয়েছেন। নিজের বাসা ভাড়া মওকূফ করেছেন।
Discussion about this post