আন্তর্জাতিক ডেস্ক : ফেব্রুয়ারিতে মহামারি শুরুর পর রোববার পাকিস্তানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। পাকিস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩ হাজার ৬৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৮ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। তাতে ১৬তম দেশ হিসেবে পাকিস্তানে কোভিড-১৯ রোগী এক লাখ ছাড়ালো।
এই সময়ে ৬৮ জন মারা যাওয়ায় মৃত্যু বেড়ে হয়েছে ২ হাজার ১২১ জন। আগের সপ্তাহের চেয়ে বেড়ে গেছে আক্রান্ত ও মৃত্যুর হার। গত এক সপ্তাহে ২৬ হাজার ৮৫৩ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ গেছে ৪৫৮ জনেরও বেশি মানুষের।
করোনার পরীক্ষা বাড়ানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি লকডাউন শিথিল করেছিল পাকিস্তান। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান ও আর্থিক খাত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত দেশটিতে ৭ লাখ ৫ হাজার ৮৩৩ জনের করোনা পরীক্ষা হয়েছে, ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৫০টি।
Discussion about this post