বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি অভিনেত্রী চারু অসোপা। তার আরেক পরিচয় তিনি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেনের স্ত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও প্রকাশ করেন চারু। তার পোস্টের নিচে অনেকেই এই অভিনেত্রীকে কটাক্ষ করতে থাকেন। একজন লেখেন, ‘শরীর দেখানোর এত ইচ্ছা পুরোটা দেখালেই হয়।’
তবে এর মোক্ষম জবাবও দিয়েছেন তিনি। চারু অসোপা উত্তরে লেখেন, ‘আকর্ষণীয় শরীর আছে তাই দেখাব। আপনার থাকলে আপনিও দেখান।’
তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি কেউ কেউ প্রশংসাসূচক মন্তব্যও করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘লাল পোশাকে অনেক সুন্দর লাগছে চারু দি। আমি আপনার অনেক বড় ভক্ত। আমি ইউটিউবে আপনার সব ভিডিও দেখি এবং লাইক, কমেন্টস, শেয়ার এবং মন্তব্য করি।’
এর আগে গত এপ্রিলে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী।
সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবচেয়ে বড় রোগ, কী বলছে লোক। যদি সবাই কী বলছে ভাবতে থাকি জীবনে কিছু করতে পারব না। এজন্য সবসময় মানুষের কথায় কান দিই না।’
Discussion about this post