স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নকআউটে পর্বে চলে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তারা অবশ্য আগের ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে নকআউটের টিকেট কনফার্ম করেই রেখেছিল।
ভ্যালেন্সিয়ার মাস্তেলা স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটেই গোল পায় স্বাগতিকরা। রোহোর পাস থেকে গোল করেন সোলার। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভ্যালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল খায় ম্যানইউ। আত্মঘাতী এ গোল করেন ম্যানইউ ফিল জোনস।
৭৫ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেয়া ম্যানইউ’র পল পগবার শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক রুখে দিলেও দুই মিনিট পরেই এক গোল শোধ দেন রাশফোর্ড। কিন্তু এতেও রক্ষা হয়নি রেড ডেভিলদের। ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
Discussion about this post