বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আন্তর্জাতিক দাতব্য কার্যক্রমের অংশীদার হয়েছে ইউনিসেফ। তাই এখন থেকে সাকিব-তামিমদের জার্সিতে থাকছে ইউনিসেফের লোগো। শুক্রবার (১৪ ডিসেম্বর) উইন্ডিজদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
এ ম্যাচ থেকে বাংলাদেশ দলের জার্সিতে লোগোটি দেখা যাবে। ক্রিকেট বোর্ডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু শিক্ষা তহবিল। আন্তর্জাতিক চ্যারিটি চুক্তির আওতায় জাতীয় দল, নারী দল ও যুব দলের জার্সির কলারে থাকবে মা ও শিশুর ছবি সম্বলিত লোগোটি।
চুক্তির আওতায় শিশু-কিশোরদের ক্রিকেটে আগ্রহী করতে কাজ করবে ইউনিসেফ। বিশেষ করে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের খেলাটিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেবে।
বুধবার (১৩ ডিসেম্বর) মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন বিসিবি প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী ও ইউনিসেফের বাংলাদেশ অফিসের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার।
এসময় উপস্থিতি ছিলেন জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। এর আগে নারী ফুটবল দলের সঙ্গেও একইরকম চুক্তি করেছে ইউনিসেফ।
সমাজের সব স্তরের শিশুদের জন্য খেলাধুলার অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে বিশেষ করে ১৮ বছরের কম বয়সী মেয়েদের প্রতি গুরুত্ব দিয়ে বিসিবির ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবে ইউনিসেফ। এই প্রথমবার কোনো আন্তর্জাতিক ক্রিকেটে দলের জার্সিতে দেখা যাবে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের লোগো।
Discussion about this post