কারকনিউজ ডেস্ক : চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক না পরায় টাঙ্গাইলে পাঁচজনকে ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন বলেন, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা পাঁচজনকে ৬০০ টাকা জরিমানা করা হয়। দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Discussion about this post