আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো লাতিন আমেরিকার দেশ চিলি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৮।
বুধবার ৩ জুন স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে) শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চিলির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্যান পেদ্রো দ্যা আতাকামা থেকে ৬২ কিলোমিটার দূরে ছিলো ভূমিকম্পটির কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে যার গভীরতা ছিলো ১৪৫ কিলোমিটার।
প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
Discussion about this post