আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। পরপর দ্বিতীয় দিনের মতো নতুন কোনো করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবারে (২ জুন) প্রকাশিত ওই রিপোর্টে দেখা যায় স্পেনে মৃতের সংখ্যা ২৭ হাজার ১২৭ জন এবং গত দুইদিনে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। খবর সিএনএনের।
এদিকে কেন্দ্রীয় জরুরি স্বাস্থ্য বিভাগের পরিচালক ডক্টর ফারনান্দো সাইমন বলেন, মৃতের সংখ্যা নিয়ে এসব উপাত্ত আসলে কিছু সমস্যার তৈরি করছে যা পরের দিন সামঞ্জ্যস্যে আনা হতে পারে।
পাশাপাশি, দেশের ১৭ টি অঞ্চলের গভর্নরেরা কেন্দ্রে তথ্য-উপাত্ত দিতে সমস্যার মুখোমুখি হয়েছে বলে জানান ফারনান্দো সাইমন।
স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশটিতে এ পর্যন্ত করোনায় ২ লাখ ৩৯ হাজার ৯৩২ জন আক্রান্ত হয়েছেন।
Discussion about this post