আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে একাধিক ভূমিধসে আজ মঙ্গলবার মারা গেছেন ২০ জন। নিহতদের অধিকাংশই দক্ষিণ আসামের বরাক উপত্যকার তিন জেলার। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে আরও জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে নিহতদের ৭ জন কাছার জেলার, হাইলাকান্দি জেলার ৭ জন এবং ৬ জন করিমগঞ্জ জেলার। গত কয়েক দিন ধরে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটি এরই মধ্যে ভয়াবহ বন্যার শিকার, যার প্রভাব পড়েছে ৩ লাখ ৭২ হাজার মানুষের ওপর। সবচেয়ে খারাপ পরিস্থিতি গোয়ালপাড়া জেলার। এই বন্যায় ৬ জন মারা গেছেন এবং ৩৪৮ গ্রাম পানির নিচে। প্রায় ২৭ হাজার হেক্টর শস্যক্ষেতের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
Discussion about this post