কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের ওমর আলী (৪০) নামের ব্যক্তি সোমবার সকালে মারা গেছেন। জানা গেছে, তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তিনি স্থানীয় একটি স’মিলে শ্রমিকের কাজ করতেন।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, রোববার শ্বাসকষ্ট সমস্যা নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন ওমর আলী (৪০)। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন তিনি।
তার বাড়িতে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। করোনার উপসর্গ থাকলে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তবে উপসর্গ না থাকলে স্বাভাবিক নিয়মেই তার দাফন হবে বলেও জানান তিনি।
Discussion about this post