কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলে নতুন করে আরো ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৮১ জনে।
এরমধ্যে কালিহাতী উপজেলায় ২ জন, মধুপুর ২ জন, টাঙ্গাইল সদর ১ জন, নাগরপুর ৩ জন, ঘাটাইল উপজেলায় ৪, বাসাইল ১ ও ধনবাড়ী উপজেলায় ৩ রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলার এসিল্যান্ড রয়েছেন।
সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র ঢাকা জানায়, গত বৃহস্পতিবার ২২৭ জনের জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রোববার মধ্যে রাতে নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ১৬ জন জন আক্রান্ত হয়। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৪ জন মারা যায় এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে ৪৩ জন।
Discussion about this post