কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলে নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় দুজন, মির্জাপুর উপজেলায় একজন ও ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় নতুন চারজনসহ টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৩৫ জন। আক্রান্তদের মধ্যে ১০১ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন আর মৃত্যুবরণ করেছেন চারজন।
Discussion about this post