ব্রিটেনের কনজারভেটিভ দলের নেতৃত্বের প্রশ্নে আস্থা ভোটে আরো অন্তত এক বছরের জন্যে টিকে গেলেন থেরেসা মে।
বুধবার ব্রিটিশ হাউজ অব কমন্সে থেরেসা মে’র পক্ষে ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির ২০০ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট পড়েছে ১১৭ জন। খবর বিবিসির।
আস্থা ভোটে জয় পাওয়ায় আগামী এক বছর দলের নেতৃত্বে আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না থেরেসা’কে। অন্তত আরও এক বছরের জন্য কনজারভেটিভ পার্টির সংসদীয় প্রধানের পদ নিশ্চিত থাকলো তার।
সাম্প্রতিক মাসগুলোতে ইইউর সঙ্গে ব্রেক্সিট বাস্তবায়ন নিয়েও বেশ চাপে আছেন তিনি। ইউরোপীয় নেতাদের সঙ্গে সমঝোতার পর যে ব্রেক্সিট পরিকল্পনা তিনি গেলাতে চাইছেন, তা দলের ভেতরেই তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।
Discussion about this post