টাঙ্গাইলের কালিহাতীতে খেলার কথা বলে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে উপজেলার সারাতৈল গ্রামের শিশুটির খালার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের আকালো গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে।
শিশুর স্বজনরা জানায়, মা মারা যাওয়ার পর থেকে শিশুটি তার খালার বাড়িতেই বেশি থাকতো। ঘটনার দিন দুপুরে পাশের বাড়ির সালামের ছেলে ইউসুফ (২৪) শিশুটিকে খেলার কথা বলে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বলে ইউসুফ। পরে শিশুটি খালার কাছে সব খুলে বললে এলাকার মাতাব্বরদের বিষয়টি জানায় পরিবারের লোকজন। এসময় মাতাব্বররা থানায় একটি মামলা করতে পরামর্শ দেন এবং ডাক্তারি পরীক্ষা করানোর কথা বলেন। পরে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়।
ধর্ষণের স্বীকার শিশুটির বাবা মোফাজ্জল হোসেন বলেন, আমি কিছুই জানতাম না। আমার কাছে ফোন আসে তোমার মেয়ে সাথে ঝগড়া হইছে। তুমি তাড়াতাড়ি সরাতৈল আসো। পরে আমি যেখানে যাই। গিয়ে ধর্ষণের কথা শুনতে পাই। আমি এর বিচার চাই। যে দোষ করছে তার যেন শাস্তি হয়।
Discussion about this post